এক দশকের সম্পর্ক শেষ! টটেনহ্যাম হটস্পার ছাড়ছেন সন হিউং-মিন। কোরিয়ান এই সুপারস্টার এখন নতুন অভিযাত্রায় নামছেন—গন্তব্য, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। ইউরোপীয় ক্লাব ফুটবলে নিজের অধ্যায় গুটিয়ে সন এবার পাড়ি জমাচ্ছেন লস অ্যাঞ্জেলেস এফসিতে।
বিবিসিসহ একাধিক শীর্ষ সংবাদমাধ্যম জানিয়েছে, ২০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি-তে চুক্তি চূড়ান্ত প্রায়। এখন বাকি কেবল মেডিকেল ও আনুষ্ঠানিক কাগজপত্র। এর মাধ্যমে মেসির সঙ্গে একই লিগে নাম লেখাবেন সন—যদিও তারা খেলবেন আলাদা কনফারেন্সে।
গত শনিবার, সিউলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেন সন। এরপর নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া প্রাক-মৌসুম ম্যাচে খেলেন টটেনহ্যামের জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচ। ম্যাচের ৬৫তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি—আর সেই বিদায়ক্ষণে সতীর্থ ও প্রতিপক্ষরা দাঁড়িয়ে দেন গার্ড অব অনার। মুহূর্তটি ছিল আবেগে ঠাসা, আর প্রমাণ ছিল—একটি যুগের সমাপ্তি।
৩৩ বছর বয়সী সন ২০১৫ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন। এরপর একে একে রচনা করেন নিজেকে ক্লাব কিংবদন্তিতে রূপান্তরের গল্প। ৪৫৪ ম্যাচে করেন ১৭৩ গোল।
২০২১-২২ মৌসুমে জেতেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট, এবং সদ্যসমাপ্ত মৌসুমে অধিনায়ক হিসেবে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে টটেনহ্যামের ১৭ বছরের ট্রফিখরা কাটানোর ইতিহাস গড়েন।
লস অ্যাঞ্জেলেস এফসি’র হয়ে এবার এমএলএস মাতাতে যাচ্ছেন সন। আর সেই লিগে আছেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসিও। ফুটবলপ্রেমীরা আশা করছেন—পশ্চিমে সনের আগমন নতুন করে উত্তাপ ছড়াবে মেজর লিগ সকারে।
প্রশ্ন একটাই—ইউরোপের চেনা আঙিনা ছেড়ে আমেরিকায় সনের জাদু কি নতুন জোয়ার তুলবে? সামনের দিনগুলোতেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















