বিশ্বকাপ বাছাই পর্বে আফ্রিকান অঞ্চলের খেলায় গুরুত্বপূর্ণ এক জয়ের দেখা পেয়েছে তিউনিসিয়া। বুধবার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে লাইবেরিয়াকে হারিয়েছে। ১-০ গোলের জয়। এ জয়ের ফলে তারা চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে।
বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকা অঞ্চলে তিউনিসিয়া ‘এইচ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে।
আফ্রিকা অঞ্চলে ৯টি গ্রুপে ভাগ হয়ে ৫৩টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের শীর্ষ দল সরাসরি চূড়ান্ত পর্বের ছাড়পত্র পাবে। রানার্স আপ দল প্লে অফে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।
অ্যাওয়ে ম্যাচে লাইবেরিয়ার বিপক্ষে তিউনিসিয়ার জয়টি ছিল বেশ নাটকীয়। ম্যাচ শুরু হতে না হতেই স্বাগতিক দর্শকদের থমকে দেয় তিউনিসিয়া। ম্যাচের চতুর্থ মিনিটে প্রতিপক্ষ সমর্থকদের থমকে দেওয়ার গোলটি করেন হাজেম মাস্তুরি।
এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচে মাদাগাস্কার ৪-১ গোলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে হারিয়েছে।