টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে নরওয়ে। গতকাল রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে তারা আইসল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছে। সিগনে গাউপসেট ও ফ্রিদা মানুম দুটো করে গোল করেছেন। আইসল্যান্ডের হয়ে জেন, হিলিন ও পার্লা ব্যবধান কমিয়েছেন।
আইসল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। গ্রুপের প্রথম দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি দলটি। শেষ ম্যাচেও একই পরিণত হয়েছিল দলটির। ফলে শুন্য হাতে ফিরতে হয়েছে দলটিকে। অন্যদিকে নরওয়ে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে।
দারুণ খেলেছেন গিগনে গাউপসেট। এ দিনই প্রথমবারের মতো কোচ তাকে প্রথম একাদশে মাঠে নামার সুযোগ দেন। আর তাতেই জ্বলে ওঠেন। নরওয়ের করা প্রথম দুটো গোলই ছিল তার। ১৫ ও ২৬ মিনিটে গোল দুটো করেন তিনি।
শূন্য হাতে বিদায় নিলেও এ ম্যাচে নরওয়েকে বড্ড অস্বস্তিতে রেখেছিল আইসল্যান্ড। ম্যাচ মাঠে গড়াতেই স্কোরশিটে পরিবর্তন আনে আইসল্যান্ড। ম্যাচের ষষ্ঠ মিনিটে জেন গোল করে আইসল্যান্ডকে এগিয়ে নিয়েছিলেন। তবে এই ব্যবধানটা তারা ধরে রাখতে পারেনি। একে একে চার তিন গোল হজম করে। শেষ দিকে আইসল্যান্ড দুই গোল করে কিছুটা হলে উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল।
এই গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড পয়েন্ট ভাগাভাগি করেছে। এই ভাগাভাগিতে কপাল পুড়েছে ফিনল্যান্ডের আর হাসি চওড়া হয়েছে সুইজারল্যান্ডের। সমান পয়েন্ট সত্ত্বেও গোল পার্থক্যে এগিয়ে থেকে সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে।
