লঙ্কা প্রিমিয়ার লিগ, এলপিএলে বাজে সময় পার করছেন বাংলাদেশী পেসাররা। ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলা শরিফুল মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে তিন ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। যদিও রান বন্যার ম্যাচে তার দল ক্যান্ডি ৭ উইকেটের বড় জয় পেয়েছে।
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২২৪ রানের বড় সংগ্রহ পায় জাফনা কিংস। সেঞ্চুরি করেন দলটার ওপেনার পাথুম নিশাঙ্কা। ৫২ বলে ম্যাজিক ফিগারে পৌঁছানো পাথুম নিশাঙ্কার ক্যারিয়ারে এটি প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি।
শরিফুলের করা ১৬তম ওভারটিতে দু’টি করে চার-ছক্কা ও এক ডাবলসে ২২ রান তুলে নেন পাথুম। আউট হওয়ার সময় তার নামের পাশে ছিলো ৫৯ বলে ১১৯ রান। দলটার পক্ষে ১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে রাইলি রুশোর ব্যাটে। এছাড়া ২৩ বলে ২৬ রান করেন কুশল মেন্ডিস।
ক্যান্ডির পক্ষে দাসুন শানাকা চার ওভারে ৪০ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন দুষ্মন্থ চামিরা ও রামিশ মেন্ডিস।
জবাবে, খেলতে নেমে ৭ উইকেট ও ১০ বল হাতে রেখেই ৩ উইকেটে ২৩০ রান তুলে নেয় ক্যান্ডি। দলীয় ১২৪ রানের সময় আসিথা ফার্নান্দোর বলে ছক্কা হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন কামিন্দু মেন্ডিস।
ক্যান্ডির পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন ওপেনার দীনেশ চান্ডিমাল। ৩৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান করেন কামিন্দু। ১৩ বলে দু’টি করে চার ও ওভার বাউন্ডারিতে অপরাজিত ২৯ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।