লা লিগায় শনিবার চমকপ্রদ এক ম্যাচ উপভোগ করেছে ফুটবলপ্রেমীরা। এমন ম্যাচ খুব বেশি দেখাও যায় না। মায়োর্কার বিপক্ষে একের পর এক গোল বাতিল হয়েছে রিয়াল মাদ্রিদ। একটা বা দুটো তিনটা গোল বাতিল হওয়ার পর রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জয় পেয়েছে। আরদা গুলার ও ভিনিসিয়ুস জুনিয়র গোল করেছেন। মায়োর্কার হয়ে গোল করেন ভেদাত মুরিকি।
লা লিগায় রিয়াল মাদ্রিদ শতভাগ জয় ধরে রেখেছে। তবে এ ম্যাচটা তাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ঘরের মাঠের খেলায় প্রথম তাদের জালে বল পাঠিয়ে রিয়াল সমর্থকদের হৃদস্পন্দন থমকে দিয়েছিলেন মুরিকি। ১৮ মিনিটে এ গোল হজমের পর প্রথমার্ধেই গোল পরিশোধে রিয়াল মাদ্রিদ। শুধু তাই এ অর্ধেই এগিয়েও যায় তারা। মাত্র এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদ। ৩৭ মিনিটে গুলার এবং ৩৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র।
লিগের এবারই কোনো গোলের দেখা পাননি ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে একাধিক গোল পেতে পারতেন। দুইবার তার গোল বাতিল করা হয়। আরদারও একটা গোল বাতিল হয়।
মায়োর্কা ৬২ মিনিটে সমতায় ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। গোল লাইন থেকে আলভারো কারেরাস বল ফিরিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদকে গোল হজম থেকে রক্ষা করেন।
আক্রমণভাগের শক্তি বাড়াতে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে মাঠে নামান রিয়াল কোচ। দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তার শট রুখে দেন রোমান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















