তিন ঘন্টা আগে শুরু হবে এবারের ফাইনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়েছে। প্রতিপক্ষ দলগুলোর নামগুলো জেনে ফেলেছে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলো। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনেও যথেষ্ঠ জায়গা করে নিয়েছে। প্রিয় খেলোয়াড় আর ক্লাবের খেলা দেখতে রাত জাগতে হয় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।

এবারও তার ব্যতিক্রম নেই। তবে ফাইনাল ম্যাচটা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তি বয়ে এনেছে। অন্য ম্যাচগুলো গভীর রাতে শুরু হলেও ফাইনাল ম্যাচটি এবার একটু আগেভাগে শুরু হবে।২০২৫-২৬ মৌসুমের ফাইনাল ম্যাচের সময় তিন ঘন্টা এগিয়ে আনা হয়েছে। ২০২৬ সালের ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হবে ম্যাচ শিরোপা নির্ধারণী লড়াই। এবারের ম্যাচ স্থানীয় সময় রাত ৯টার পরিবর্তে শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সময় রাত ১টার পরিবর্তে শুরু হবে রাত ১০টায়। সব মিলিয়ে অন্য সময়ে যখন ম্যাচ শুরু হতো এবার তার আগেই ম্যাচ শেষ হবে। এ ব্যাপারে ফুটবল সাপোর্টার্স ইউরোপের নির্বাহী পরিচালক রোনান এভাইন বলেন, আগেভাগে ফাইনাল শুরু হলে দিনভিত্তিক ভ্রমণ সহজ হবে। যাতায়াতের চাপ কমবে এবং সমর্থকরা গভীর রাতে ঝামেলা ছাড়াই পুরো খেলা উপভোগ করতে পারবেন।

গত বছরের ফাইনাল হয়েছিল জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে পিএসজি।

Exit mobile version