অবশেষে রিয়াল মাদ্রিদের তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুডে বেলিংহাম এক সঙ্গে জ্বলে উঠলেন। ্র আর তাতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক লজ্জা থেকে রক্ষা পেয়েছে স্প্যানিশ লিগের দলটি। মঙ্গলবার রাতে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে তারা। রিয়াল মাদ্রিদের তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুডে বেলিংহাম গোল পেয়েছেন।
এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ এক লাফে পয়েন্ট টেবিলের অনেকটা উপরের দিকে উঠে এসেছে। ৬ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আতালান্তা নবম স্থানে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কখনো টানা তিন ম্যাচে হারেনি। এবার সেই শঙ্কা বড় হয়ে দেখা দিয়েছিল। তবে এই শঙ্কাটা যে বাস্তবে রূপ নিচ্ছে না তা ম্যাচের শুরুতেই বুঝিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের দশম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে।
ফ্রেঞ্চ তারকার এই গোল রিয়াল মাদ্রিদের সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে ঠিকই। আবার এমবাপ্পে নিজেই সমর্থকদের কাছে উদ্বেগ হয়ে ধরা দিয়েছেন। মাত্র ৩৬ মিনিটে ইনজুরি আক্রান্ত হয়ে তার মাঠ ছেড়ে যাওয়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ অবস্থায় আতালান্ত। তারই ধারাবাহিকতায় ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে পেনাল্টি থেকে সমতা ফেরায় তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল হজমে আতালান্তার ম্যাচে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায়। ৫৬ মিনিটে ভিনিসিয়ুস ও ৫৯ মিনিটে বেলিংহাম গোল করেন। ৬৫ মিনিটে লুকমানের গোলে ব্যবধান কমায় আতালান্তা। তবে হার এড়ানোর জন্য তা যথেষ্ঠ ছিল না।