তিন ম্যাচে তিন জয় ইংল্যান্ডের

বিশ্বকাপ বাছাই

বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। শনিবার অ্যাওয়েতে অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচে তিন জয় তুলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেন হ্যারি কেন।

২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ডকে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্তত বাছাই পর্বে তারা তার ইঙ্গিত দিয়ে চলেছে। তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে তারা ‘কে’ গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। তিন ম্যাচে এখনো পর্যন্ত তারা কোনো গোল হজম করেনি।

অ্যান্ডোর বিপক্ষে ইংল্যান্ডের জয়টা প্রত্যাশিত ছিল। তবে এতটা কঠিন হবে তা প্রত্যাশিত ছিল না। এর আগে অ্যান্ডোরার বিপক্ষে ছয় ম্যাচে ২৫ গোল করেছিল ইংল্যান্ড। বিপরীতে তারা কোনো গোল করতে পারেনি। এদিনের ম্যাচে অ্যান্ডোরা গোলের তেমন একটা চেষ্টা করেনি। তবে রক্ষণভাগটা নিশ্ছিদ্র করে রাখার চেষ্টা করেছিল। প্রথমার্ধে সে চেষ্টায় সফল ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যারি কেনের কাছে পরাজিত হয় তারা। ৫০ মিনিটে গোলটি করেন তিনি। ক্লাব ও আন্তর্জাতিক অঙ্গনে এটা ছিল তার ৪৫০তম গোল।

এ ম্যাচে জয়ের মাঝ দিয়ে ইংল্যান্ড কোচ টমাস টুখেল একটা কীর্তি গড়েছেন। প্রথম কোচ হিসেবে দলকে কোনো গোল হজম ছাড়া তিন জয় এনে দিয়েছেন।

Exit mobile version