ইউরো চ্যাম্পিয়নশিপে কয়েকটি গ্রুপের লড়াই বেশ জমে উঠেছে। বিশেষকরে ‘ই-গ্রুপে’ রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া ও ইউক্রেনের সামনেই রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার সুযোগ আছে। চারটি দলই পেয়েছে তিন পয়েন্ট করে। সেখানে এফ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই পর্তুগাল দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।
২১ মিনিটে বের্নাদো সিলভা পর্তুগালকে লিড এনে দেন। নুনো মেন্দেসের কাটব্যাক তুরস্কের এক খেলোয়াড়ের গায়ে লেগে সিলভার সামনে পড়লে সুযোগ হাতছাড়া করেননি ম্যানচেস্টার সিটিতে খেলা এই ফুটবলার।
এর আট মিনিট পরই পর্তুগাল তাদের দ্বিতীয় গোল পেয়েছে তুরস্কের খেলোয়াড়দের ভুলের কারণে। সামেত আকায়দিন ব্যাক পাস দিলেও গোলরক্ষক আলতায় বায়িন্দি ধরার মতো পজিশনে ছিলেন না। অন্য খেলোয়াড়রা চেষ্টা করেও বল ঠেকাতে পারেন নি। ফলে ২-০ গোলে এগিয়ে যায় ক্রিশ্চিয়ান রোনালদোর দল।
৫৫ মিনিটে অনন্য এক উদাহরণ তৈরি করে তুরস্ককে ৩-০ তে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন সি-আর সেভেন। ৫৫ মিনিটে রুভেন নেভেসের বাড়ানো বল রোনালদো যখন রিসিভ করেন তখন তার সামনে ছিলেন কেবল তুরস্কের গোলরক্ষক। কিন্তু নিজে শট না নিয়ে ব্রুনো ফার্নান্দেসকে দিয়ে গোল করান।
ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদোর এটি ছিলো ৭ম অ্যাসিস্ট। ১৯৬৮ সালের পর যে কোন ফুটবলারের জন্যই এটি রেকর্ড।
এই জয়ে জার্মানি ও স্পেনের পর তৃতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ড বা রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিলো পর্তুগাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















