থুতুর ঘটনায় সমর্থকদের বিস্মিত করলেন মেসি

প্যারাগুয়ের এক খেলোয়াড়ের বিপক্ষে মাঠে লিওনেল মেসির গায়ে থুতু মারার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের সময় এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লিওনেল মেসি। তার উত্তরে আবার বোকা বনে গেছেন মেসি বিরোধী সমর্থকরা। হতবাক হয়েছেন মেসি ভক্তরা।

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু গোল করতে পারেননি। বিশ্বকাপের বাছাই পর্বের এ ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।  

ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ঘটে সেই অনাকাঙ্খিত ঘটনা। ভিডিওতে দেখা যায় মেসি প্যারাগুয়ের খেলোয়াড় অ্যান্তোনিও সানাব্রিয়ার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক জড়িয়ে পড়েন। মেসি সানাব্রিয়াকে কিছু একটা বলে চলে যান। এ সময় সানাব্রিয়া মেসিকে লক্ষ্য করে থুতু মারেন। এ ঘটনা রেফারি বা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। আর সানাব্রিয়া ঘটনা অস্বীকার করেন। সানাব্রিয়া অবশ্য মেসির সাবেক সতীর্থ। বার্সেলোনায় তরুণ দলের সদস্য ছিলেন তারা।

থুতু কাণ্ডের বিষয়ে মেসিও কিছু জানেন না। পরে সতীর্থরা তাকে এ কথা বলেন। এ সম্পর্কে মেসি বলেন, ‌সত্যি ঘটনা হচ্ছে এ বিষয়ে আমি কিছু জানি না। সতীর্থরা আমাকে ড্রেসিং রুমে বিষয়টা জানায়। তারা বলে কেউ একজন আমার শরীরের দিকে থুতু মেরেছে। তবে আমি জানি না কে এ কাজটা করেছে। আমি তাকে দেখিনি। বিষয়টি নিয়ে আমি ঘাটাঘাটি করতে চাই না। কারণ থুতু মারা লোকটাকে সর্বত্র দেখানো হবে এবং এটি তার জন্য খুব খারাপ বিষয় হয়ে দাঁড়াবে। এখানেই বিষয়টি থামানো উচিত।’

মেসির এমন মন্তব্য শুনে তার সমর্থকরাও হতবাক হয়েছে। তারা মেসির প্রশংসায় মেতেছে। একজন লিখেছে, এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া এটা মেসির সবচেয়ে শীতল জবাব।

অন্য একজন লিখেছেন, মানুষ হিসেবে মেসি কত উঁচু মানের সানাব্রিয়া তা বুঝতে পেরেছে।

Exit mobile version