আগের মৌসুমে ফাইনালে নাস্তানাবুদ হয়েছিল ইন্টার মিলান। সেই শোক কাটিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ দারুণভাবে শুরু করেছে ইতালিয়ান দলটি। প্রথম ম্যাচে মার্কাস থুরামের জোড়া গোলের সুবাদে অ্যাওয়েতে আয়াক্স আর্মস্টারডামকে ২-০ গোলে হারিয়েছে তারা।
মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ইন্টার মিলান দুই গোল পায়। প্রথমটি বিরতির আগ মুহুর্তে। আর দ্বিতীয়টি দ্বিতীয়ার্ধের শুরুতে। উভয় গোল যেমন করেছেন থুরাম তেমনি উভয় গোলের রূপকার ছিলেন হাকান কালহানোগলু।
এদিকে অন্য এক ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩-১ গালে চেলসিকে হারিয়েছে। হ্যারি কেন করেছেন জোড়া গোল। বায়ার্নের অন্য গোলটি ছিল আত্মঘাতি।
এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই উড়ন্ত সূচনা করেছে। আটালান্টাকে তারা ৪-০ গোলে হারিয়েছে। মাকুইনহস, নুনো মেন্ডেস, গনকালো রামোস ও কিভিচা গোল করেন।
গত মৌসুমে যেখানে শেষ করেছিল পিএসজি যেনো সেখান থেকে শুর করেছে। এক জয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















