থুরাম ভ্রাতৃদ্বয়ের গোল, ডার্বিতে জয় জুভেন্টাসের

সেরি আ

শেষ হওয়া মৌসুমের অল্পের জন্য শিরোপার দেখা পায়নি ২০বারের সেরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান। নাপোলি থেকে এক পয়েন্ট কম থাকায় রানার্স আপ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। নতুন মৌসুমে হয়তো সেই ধাক্কাটা এখনো সামলে উঠতে পারেনি ক্লাবটি। শনিবার রাতে সমর্থকদের হতাশায় ডুবিয়েছে। অ্যাওয়েতে জুভেন্টাসের কাছে ৪-৩ গোলে হেরেছে। তিন ম্যাচে এটা তাদের দ্বিতীয় হার। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষভাগে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

জুভেন্টাসের নাটকীয় জয় এটি। অন্যদিকে ইন্টার মিলানের জন্য ছিল হতাশার রাত। এক পর্যায়ে এগিয়ে থেকে তাদের হারতে হয়েছে। শেষ আট মিনিটে জুভেন্টাসের জোড়া গোল তাদের হার মানতে বাধ্য করে।

অ্যাওয়েতে ম্যাচটা বেশ দারুণ জমেছিল। স্বাগতিক দল চতুর্দশ মিনিটে প্রথম গোল পায়। লয়েড কেলি করেন গোলটি। ম্যাচের বয়স আধাঘন্টা হতেই সমতায় আনেন হাকান কালহানোগলু। বিরতির আগে আবার এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু বিরতির জোড়া গোলে জয়ের সম্ভাবনা জাগায় ইন্টার মিলান। মার্কাস থুরাম গোল করেন। তার আগে কালহানোগলু করেন গোল।

থুরামের ভাই খেপরেন থুরাম ৮২ মিনিটে গোল করে জুভেন্টাসকে খেলায় ফিরিয়ে আনেন। আর ইনজুরি সময়ে ইন্টার মিলানের হৃদয়ভাঙ্গা গোলটি করেন আদিজ।

গোল করে মার্কাস থুরাম কোনো আনন্দ করেননি। তবে খেপরেন জুভেন্টাসকে সমতায় ফিরিয়ে আনন্দে মাতেন। গ্যালারিতে বসে বাবা লিলিয়ান থুরাম দুই ভাইয়ের কীর্তি উপভোগ করেন। জুভেন্টাসের সাবেক ডিফেন্ডার লিলিয়ান তাদের বাবা। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

Exit mobile version