দশ জনের চেলসির বিপক্ষে ড্র
দারুণ ছন্দে থাকা আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে রবিবার রাতে শীর্ষস্থান আরও পোক্ত করার সুযোগ হারিয়েছে তারা। ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান আরও বাড়াতে পারত আর্সেনাল, কিন্তু প্রায় এক ঘন্টা একজন বেশি খেলেও চেলসিকে হারাতে পারেনি। অ্যাওয়ে ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা, অর্থাৎ দশ জনের চেলসিকে হারাতে পারলো না আর্সেনাল । ম্যাচে দুই দলের আক্রমণ এবং প্রতিরক্ষা লড়াইতে ফুটেছে রোমাঞ্চ, যা দর্শকরা দীর্ঘ সময় ধরে উপভোগ করেছেন।

মিকেল মেরিনোকে ফাউল করে ৩৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির মইজেস কাইসেদো। ১০ জনের দল নিয়েও আক্রমণ থামায়নি চেলসি। নেয়নি রক্ষণাত্মক ভূমিকা। তার সুফলও পায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনালকে অবাক করে এগিয়ে যায়। গোল করেন ট্রেভোহ চালোবাহ। রিস জেমসের কর্নার খুুঁজে পায় চালোবাহের মাথা। প্রতিপক্ষের এক দল খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে তার অসাধারণ হেডটি ঠিকানা খুঁজে পায় আর্সেনালের জালে।
গোল হজমের পর তা ফিরিয়ে দিতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের বয়স এক ঘন্টা হওয়ার আগেই আর্সেনাল সমতা ফিরিয়ে আনে। গোল করেন সেই মেরিনো। তাকে ফাউল করেই লাল কার্ড দেখেছিল কাইসেদো। ম্যাচের এ গোলটিও হয় প্রথমার্ধে। বুকায়ো সাকার অসাধারণ এক ক্রস থেকে গোলটি করেন তিনি। দশ জনের চেলসিকে হারাতে পারলো না আর্সেনাল , চেলসির পক্ষেও আর গোল করা সম্ভব হয়নি।

এই ড্র সত্ত্বেও ১৩ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ২৫ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে ম্যানস্টোর সিটি। আর ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলারও পয়েন্ট ২৪।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















