বিশ্বকাপ বাছাই ফুটবলে চলতি মাসে দুটো ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ২২ মার্চ সকালে তারা উরুগুয়ের বিপক্ষে খেলবে। চারদিন পর ২৬ মার্চ তারা খেলবে ব্রাজিলের বিপক্ষে। তবে এই দুই ম্যাচের একটা অঘটন ঘটেছে আর্জেন্টিনা দলে। দলটির কোচিং প্যানেল আসছে পরিবর্তন। গোলরক্ষক কোচ ড্যানিয়েল কানুয়ে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তিনি ফিরে যাচ্ছেন মেক্সিকোতে।
কোচের এই সরে যাওয়ার বিষয়টি প্রকাশ করেছেন দলের আরেক কোচ মার্তিন তোকাল্লি। তিনিও আর্জেন্টিনা দলের গোলরক্ষক কোচ। তিনি কানুয়ের শেষ সময়ের কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। কোপা আমেরিকাজয়ী দলের কোচিং স্টাফের সদস্য কানুয়ে বিদায়ী বক্তব্যে বলেন, আমরা জানিনা কতদিন এক জায়গায় থাকব। কিন্তু কীভাবে পরের ধাপে পথ চলবো তা আমরা বেছে নিতে পারি। এটা একটা অসাধারণ পর্ব ছিল, যা কখনোই ভোলার মতো নয়।
আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার পর কানুয়ে মেক্সিকান ক্লাব টাইগার্সের কোচিং পদে যোগ দেবেন। তিনি আর্জেন্টাইন ফুটবলার গুইদো পিজ্জারোর স্থলাভিষিক্ত হবেন। ডিফেন্সিভ মিডফিল্ডার পিজ্জারো ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন।