ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন চেলসি। বৃহষ্পতিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে টটেনহাম হস্পারকে হারিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।
৩০ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে চেলসি চতুর্থ স্থানে । ম্যানচেস্টার সিটি শীর্ষ চার থেকে ছিটকে গেছে। লিভারপুল ৭৩ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। আর্সেনাল ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৫৭ পয়েন্ট নিয়ে নটিংহাম ফরেস্ট তৃতীয় স্থানে।
চেলসির এ জয়ে একমাত্র গোলটি করেন এঞ্জো ফার্নান্দেজ। কোল পামরমারের ক্রস থেকে পাওয়া বলে ৫০ মিনিটে গোলটি করেন তিনি। এর পরপরই চেলসি দ্বিতীয় গোলের দেখা পেয়েছিল। কিন্তু ময়সেস কাইসেডোর করা গোলটি ভিএআর দেখে অফসাইডের কারণে বাতিল করা হয়।
নূন্যতম ব্যবধানে হারলেও ম্যাচে হস্পার বড্ড অসহায় ছিল। প্রথমার্ধে চেলসির জাল লক্ষ্য করে কোনো শট তারা নিতে পারেনি। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে এমন ঘটনা ঘটলো। তবে দুর্ভাগ্য হস্পারের, ম্যাচের শেষ মুহুর্তে গোলের একটা সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি।
এই হারের ফলে স্টামফোর্ড ব্রিজে টটেনহাম হস্পারের করুণ অবস্থা অব্যাহত থাকলো। স্টামফোর্ড ব্রিজে ৪০ সফরে একবার মাত্র জয়ের দেখা পেয়েছে হস্পার। এই হারের ফলে ৩০ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট পেয়ে ১৪তম স্থানে রয়েছে।