দিবালা ও গারনাচোর পর বাদ পড়লেন মেসি

ইনজুরির কারণে আগেই আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন পাওলো দিবালা। দলে জায়গা করে নিতে পারেননি ম্যানচেস্টারে ইউনাইটেডে খেলা আলেহান্দ্রো গারনাচো। সর্বশেষ সে তালিকায় যোগ দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। এই তিন তারকাকে বাইরে রেখে আর্জেন্টিনা গোল লিওনেল স্ক্যালোনি জাতীয় দল ঘোষণা করেছেন। তিন তারকাকে বাইরে রাখায় আর্জেন্টিনার আক্রমণভাগ নিশ্চিতভাবে তাদের অভাব বোধ করবে।

এই তিন তারকা বাদ পড়ায় আর্জেন্টিনার রক্ষণভাগের মূল দায়িত্ব নিতে হবে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজকে। স্ক্যালোনির ঘোষিত দলে আক্রমণভাগে রয়েছে ৯ খেলোয়াড়। লাউতারো মার্টিনেজ ও আলভারেজ ছাড়া আক্রমণভাগে ডাক পাওয়া অন্য খেলোয়াড়রা হলেন-গিউলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিনগুয়েজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ, সান্তিয়াগো কাস্ট্রো ও অ্যাঞ্জেল কোরে।

আগামী শনিবার মন্টেভিডিওতে আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে খেলবে। ২৬ মার্চ নিজেদের মাঠে ব্রাজিলের মোকাবেলা করবে আর্জেন্টিনা। ১২ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল পঞ্চম স্থানে।

Exit mobile version