ইনজুরির কারণে লিওনেল মেসি মাঠে ছিলেন না। ইনজুরি মুক্ত হয়ে কবে মাঠে ফিরবেন তার নিশ্চয়তা নেই। তবে সতীর্থরা তার অভাবটা আজ বুঝতেই দেয়নি। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত লিগস কাপের প্রথম ধাপের শেষ ম্যাচে তারা পুমাস ইউনামকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ কে এবং কবে ম্যাচটি অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
ম্যাচের ফলাফল সহজ জয় বলছে। তবে ম্যাচটা মোটেও সহজ ছিল না। বরং মেসির অভাবটা শুরুতে প্রকট হয়ে উঠেছিল। কেননা হারলেও ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছিল পুমাস। ৩৪ মিনিটে জর্জ রুভালকাবা গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন।
বেশিক্ষণ অবশ্য ইন্টার মায়ামিকে এই গোলের চাপ বয়ে বেড়াতে হয়নি। মেসির অনুপস্থিতি তার বন্ধু রদ্রিগো ডি পল দলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। বিরতির আগেই তিনি গোল করে খেলায় সমতা ফেরান। মায়ামির হয়ে পলের এটা প্রথম গোল। প্রথমার্ধের শেষ সময়ে গোলটি করেন তিনি। এই গোলের উৎসব শেষ হতে না হতেই মায়ামি পেয়ে যায় দ্বিতীয় গোল। লুইস সুয়াজের পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ৬৯ মিনিটে তাদেও অ্যালেন্দে দলের হয়ে তৃতীয় গোল করে ইন্টার মায়ামির জয় নিশ্চিত করেন। মায়ামির প্রতিটা গোলই মাঠের বাইরে থেকে উপভোগ করেছেন মেসি।
এই হারের ফলে পুমাস টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এবার শিরোপার দেখা পেলে মায়ামি তিন বছরের মধ্যে দুইবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখাবে। ২০২৩ সালে তারা টুর্নামেন্টের অভিষেক আসরেই শিরোপা জয় করে। গত বছর কলম্বাস ক্রু কাছে শেষ ষোলো থেকে বিদায নিয়েছিল।
