ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের মাঠের খেলায় আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ২-২ গোলে ড্র করেছে। তাদের এ ড্র লিভারপুলের সামনে আগেভাগে শিরোপা উৎসব করার সুযোগ এনে দিয়েছে। লিভারপুল তাদের পরবর্তী ম্যাচে জয় পেলেই শিরোপা উৎসব করতে পারবে।
৩৪ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৬৭। অন্যদিকে ৩৩ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। পরবর্তী ম্যাচে জয় পেলে লিভারপুলের সংগ্রহ দাঁড়াবে ৮২ পয়েন্ট। সে সময়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল থেকে তারা ১৫ পয়েন্ট এগিয়ে যাবে।
দুর্ভাগ্য আর্সেনালের। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পায়নি। জাকুবের গোলে তৃতীয় মিনিটে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ২৭ মিনিটে সেই গোল পরিশোধ করে ম্যাচে ফিরে আসে ক্রিস্টাল প্যালেস। বিরতির আগে আবার আর্সেনাল এগিয়ে যায়। ৪২ মিনিটে গোলটি করেন লিন্দ্রো ট্রোসার্ড। জয় উৎসবের প্রস্তুতি তখন আর্সেনালের। কিন্তু তাদের থমকে দিল জা ফিলিপে মাতেতার গোল। ৮৩ মিনিটে সমতাসূচক গোল করেন তিনি।
আগামী মঙ্গলবার আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে প্যারিস সেন্ত জার্মেইয়ের মুখোমুখি হবে। অন্যদিকে শনিবার এফএ কাপে অ্যাস্টন ভিলার মোকাবেলা করবে ক্রিস্টাল প্যালেস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















