বুন্দেসলিগায় যথেষ্ঠ নিরাপদে রয়েছে বায়ার্ন মিউনিখ। শিরোপা জয়ের পথে রয়েছে তারা। পয়েন্ট টেবিলে নিরাপদ ব্যবধানে নেতৃত্ব দিচ্ছে। তবে শনিবার রাতে বুন্দেসলিগায় নিজেদের মাঠের খেলায় বড় একটা ধাক্কা হজম করতে হয়েছে তাদের। টেবিলের তলানিতে থাকা ভিএফএল বোচামের কাছে হেরে গেছে শিরোপা প্রত্যাশি দলটি। দুই গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলে হেরে গেছে।
এই হারের পর ২৫ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ শীর্ষে রয়েছে। বেয়ার লেভারকুসনে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
এই হার বায়ার্ন মিউনিখের জন্য বড় এক ধাক্কা। আগামী বুধবার দলটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের ফিরতি লেগের ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগের ম্যাচে বায়ার্ন ৩-০ গোলে জয় পাওয়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে। সেই ম্যাচে খেলা দলটিতে ব্যাপক পরিবর্তন এনে এ ম্যাচের দল সাজিয়েছিলেন কোচে ভিনসেন্ট কোম্পানি। আর তাতেই এ মৌসুমে ঘরের ম্যাচে প্রথম হার হজম করতে হয়েছে তাদেরকে।
অথচ স্বস্তির জয়ের পথে ছিল বায়ার্ন মিউনিখ। ২৮ মিনিটের মধ্যে রাফায়েল গুয়েরেইরোর জোড়া গোলের সুবাদে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। ৩১ মিনিটে বোচামের জাভোক মেডিক গোল করে ব্যবধান কমান।
তবে বায়ার্নের জন্য বড় ধাক্কা হয়ে আসে হোয়াও পালহিনহার লাল কার্ড। ৪২ মিনিটে তিনি লাল কার্ড দেখে বহিস্কৃত হন। বায়ার্নের শক্তি কমার এই সুযোগটা ভালোভাবে গ্রহণ করে বোচাম। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে জয় তুলে নেয় বোচাম।
