দুই গোলে এগিয়ে থেকেও ম্যানসিটির ড্র

জোড়া গোল করেও দলকে জয় এনে দিতে পারেননি ফিল ফোডেন

সময়টা যে ভালো যাচ্ছে না তার প্রমাণ আবার পেল ম্যানসিটি সমর্থকরা। মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নিশ্চিত জয়ের পথে ছিল দলটি। কিন্তু দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

পয়েন্ট হারানো ম্যানচেস্টার সিটির জন্য এখন স্বাভাবিক এক ঘটনা। নতুন বছর শুরুর আগের দুই মাসে দলটি ছয় ম্যাচে হেরেছে। পরে ধীরে ধীরে ট্রাকে ফেরার একটা সম্ভাবনা তৈরি করেছিল। এভারটনের সঙ্গে ড্র’র পর লেস্টার সিটি ও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছিল। তারপর আবার ড্রতে ফিরেছে দলটি। ৭৮ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে তারা জয়ের দেখা পায়নি।

এ ড্রয়ের ফলে ২১ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানসিটি। ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। পিছিয়ে থেকেও তারা নটিংহাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ৪১ পয়েন্ট নিয়ে নটিংহাম দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রেন্টফোর্ড-লিভারপুল ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে সাভিনহা সম্ভাবনা তৈরি করেও গোলের দেখা পাননি। সুযোগ পেয়েছিলেন আর্লিং হালান্ডও। শেষ পর্যন্ত ফিল ফোডেন অচলায়তন ভাঙ্গেন। জোড়া গোল করেন তিনি। প্রথমটি ৬৬ মিনিটে, পরেরটি ৭৮ মিনিটে। দুই গোলে এগিয়ে থেকে যখন জয়ের জয়ের স্বপ্ন দেখছে ম্যানসিটি তখন তাদের স্বপ্ন ভঙ্গ করেন ইয়োনে উইসা ও ক্রিশ্চিয়ান নরগার্ড। উইসা ৮২ মিনিটে ব্যবধান কমানোর পর ৯২ মিনিটে সমতায় ফেরান নরগার্ড।

এদিকে একই রাতে চেলসিও ড্র করেছে। বোর্নেমাউথের সঙ্গে ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। ২১ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে চেলসি চতুর্থ স্থানে রয়েছে।

Exit mobile version