দুই বদলি খেলোয়াড়ের গোলে জয় আর্সেনালের

চ্যাম্পিয়ন্স লিগ

দুই বদলি খেলোয়াড়ের গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে আর্সেনাল। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে জয় পেয়েছে। গ্যাব্রিয়েল মার্টিনেলি ও লিন্দ্রো ট্রোসার্ড গোল করেছেন।

মার্টিনেলির গোলটি ছিল তো নাটকীয় । মাঠে আসার মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি। ৭২ মিনিটে তার করা এ গোলের পর ৮৭ মিনিটে আর্সেনাল দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে। এ গোলটি করেন লিন্দ্রো ট্রোসার্ড।

মাত্র ১৩২ দিন আগে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল আর্সেনাল। এবারের মৌসুম একটু ভিন্নভাবে শুরু করতে চেয়েছেন কোচ মাইকেল আর্তেতা। সে দল থেকে আটজনকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন তিনি।

প্রথম দিনের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে জায়গা করে নিয়েছে ইউনিয়ন সেন্ট গিলোসি। তারা পিএসভি আইন্দহোফেনকে ৩-১ গোলে হারিয়েছে। সমান পয়েন্ট পেলে আর্সেনাল রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম ম্যাচের জয় নিয়ে এরপর একে একে রয়েছে এফকে কারাবাগ, রিয়াল মাদ্রিদ ও টটেনহাম হস্পার। প্রথম দিনে একটা মাত্র ম্যাচ ড্র হয়েছে। সে ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড।

Exit mobile version