ইতালিয়ান কাপে দুই মিলানের লড়াইয়ে জয় পায়নি কেউ। গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথম লেগের খেলা ১-১ গোলে শেষ হয়েছে। এসি মিলানের মাঠে অনুষ্ঠিত খেলায় উভয় গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।
টামি আব্রাহম ৪৭ মিনিটে স্বাগতিক এসি মিলানকে এগিয়ে নেওয়ার ২০ মিনিট পর গোল আনন্দ করে ইন্টার মিলান। হাকান কালহানোগলু করেন সমতাসূচক গোলটি।
সেরি আ’তে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ইন্টার মিলান ফিরতি লেগের ম্যাচ খেলবে নিজেদের মাঠে। ফলে তাদের ফাইনালে খেলার একটা সম্ভাবনা রয়েছে। বর্তমানে দলটি ১৫ বছরের মধ্যে এই প্রথম ট্রেবল জয়ের সম্ভাবনার পথে রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আগামী মঙ্গলবার অ্যাওয়েতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এ ম্যাচে অবশ্য ইন্টার মিলান তাদের সেরা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে পায়নি। ইনজুরির কারণে বাইরে তিনি। তাকে ছাড়াই মাঠে ইন্টার মিলানের আধিপত্য ছিল।
ইন্টার মিলান ৯ বার ইতালিয়ান কাপ জয় করেছে। সর্বশেষ তারা এই শিরোপা দেখা পায় ২০২৩ সালে। অন্যদিকে এসি মিলান ট্রফি জয় করেছে পাঁচবার। সর্বশেষ জয় করেছে দুই যুগ আগে ২০০৩ সালে।