দুই ম্যাচের মিশনে দেশে ফিরলেন হামজা

আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ সামনে রেখে আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। আজ (সোমবার) সকাল পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন এই তারকা ফুটবলার।

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিন নির্বাহী সদস্য। এ সময় তার বাবা-মাও ছিলেন সঙ্গে। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বাফুফের পক্ষ থেকে কিছুটা গোছানো ব্যবস্থাই দেখা গেছে।

মার্চ মাসে ভারতে এশিয়ান কাপ খেলতে সিলেট হয়ে বাংলাদেশে এসেছিলেন হামজা। সেবার সিলেট বিমানবন্দরে তার অভ্যর্থনায় ছিল চরম বিশৃঙ্খলা। ভক্ত-সমর্থকদের উপচেপড়া ভিড়ে সামাল দিতে হিমশিম খেয়েছিল স্থানীয় প্রশাসন। এবার ঢাকায় এসে তুলনামূলকভাবে কম জনসমাগমের মধ্যেই বিমানবন্দর ছাড়েন তিনি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হামজা সরাসরি চলে যান টিম হোটেলে। বিকেলেই জাতীয় দলের অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার নির্দেশে আজকের অনুশীলনও ক্লোজড ডোরেই হচ্ছে।

আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। তার আগে রয়েছে একটি প্রস্তুতি ম্যাচও। দুই ম্যাচেই মূল ভরসার জায়গায় থাকবেন মিডফিল্ড যোদ্ধা হামজা চৌধুরী।

Exit mobile version