ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। আবার বোলিংয়েও তার ওপর আস্থা রাখছেন না অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ ওয়াসিম। আজকের ম্যাচেও এক ওভারের বেশি বোলিং করাননি। এক ওভার বোলিং করে ২ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তার দল ৮ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে সাকিব আল হাসানরা ৬ উইকেটে ১৬৭ রান করে। সাকিব ১৩ বলে মাত্র ৭ রান করে আউট হন। আগের দুই ম্যাচে সাকিবের রান ছিল যথাক্রমে ১১ ও ১৩।
জয় পেলেও ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল সাকিব আল হাসানদের। এক পর্যায়ে ৫ উইকেটে রান ছিল ৭৭। বিপর্যয়ে পড়া দলটিতে উদ্ধার করেন অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন। তারা ৬৯ রানের জুটি গড়েন।
২০ বলে ৪৫ রান করেন অ্যালেন। তার ইনিংসে তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি ছিল। ইমাদ করেন ২৭ বলে ৩৯ রান।
রান তাড়ায় নেমে ত্রিনবাগো সঠিক পথেই ছিল। তবে শেষ ওভারে ১৪ রানের সমীকরণ তারা মেলাতে পারেনি। ১৫৯ রানে থেমে যায় তারা।
