লা লিগায় নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে পয়েন্ট হারানোর শঙ্কায় ফেলে দিয়েছিল গেতাফে। শেষ পর্যন্ত পারেনি। কিলিয়ান এমবাপ্পের করা গোলে ০-১ গোলে হেরে গেছে গেতাফে।
দুর্ভাগ্য গেতাফের। রিয়ালের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়ার সব আয়োজনই তারা করেছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোর শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কিন্তু লাল কার্ড, লাল কার্ড রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেছে। দু দুটো লাল কার্ড দেখেছে গেতাফে। একটা ৭৭ মিনিটে অন্যটা ৮৪ মিনিটে। প্রথমটি দেখেন অ্যালন নিয়ম। আর দ্বিতীয়টি অ্যালেক্স সানক্রিস। দুই লাল কার্ডের মাঝেই রিয়াল মাদ্রিদ তাদের কাঙ্খিত গোল আদায় করে নেয়। নিয়মের লাল কার্ড দেখার কয়েক সেকেন্ড পরই গোল পায় মাদ্রিদ। ২০২৫ সালে ক্লাব ও দেশের হয়ে এমবাপ্পের এটি ছিল ৫০তম গোল।
বার্সেলোনাকে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে ছিটকে দিতে রিয়ালের সামনে জয়ের বিকল্প ছিল না। সেই জয়সূচক গোলটি আসে ৮০তম মিনিটে। এ জয়ের ফলে ৯ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ২৪ পয়েন্ট, আর বার্সেলোনার ২২।
রিয়াল মাদ্রিদের জন্য এ জয়টা গুরুত্বপূর্ণ। আগামী রবিবার তারা মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে মাঠে নামবে। এর আগে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে খেলবে।
গেতাফের বিপক্ষে ম্যাচ শুরুর পরের ১৫ সেকেন্ড দর্শকেরা দাঁড়িয়ে থেকে এক প্রতিবাদে অংশ নেন। আগামী ডিসেম্বরে লা লিগার বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটি যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এ আয়োজন।
