দুই হ্যাটট্রিকে ইথিওপিয়ার বড় জয়

বিশ্বকাপ বাছাই

গোলের পর ইথিওপিয়ার উৎসব

বিশ্বকাপ বাছাই পর্বে আফ্রিকা অঞ্চলের খেলায় বড় জয় পেয়েছে ইথিওপিয়া। সোমবার রাতে তারা জিবুতিকে ৬-১ গোলে হারিয়েছে তারা।

ইথিওপিয়ার বড় জয়ে ভূমিকা রেখেছেন ডেস্তা ও নাসের। উভয়ে হ্যাটট্রিক করেছেন। ডেস্তা ১৯, ৫২ ও ৭০ মিনিটে গোল তিনটি করেন। আর নাসের গোল করেন ৩৪, ৩৭ ও ৫৮ মিনিটে।

একই রাতে আফ্রিকা অঞ্চলের খেলায় বারকিনো ফাসো, লাইরেরিয়া, আইভরি কোস্ট, ঘানা, তিউনিসিয়া জয় পেয়েছে। বারকিনো ফাসো ২-১ গোলে গিনিকে, লাইবেরিয়া একই ব্যবধানে সাও টোমেকে, আইভরি কোস্ট ১-০ গোলে গাম্বিয়াকে, ঘানা ৩-০ গোলে মাদাগাস্কার ও তিউনিসিয়া ২-০ মালয়িকে হারিয়েছে।

একই দিন অনুষ্ঠিত অন্যান্য ম্যাচে নামিবিয়া ১-১ গোলে ইকোয়াটোরিয়ার গিনির সঙ্গে, মালির সঙ্গে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান গোলশূন্য ড্র করেছে।

Exit mobile version