দেখা হচ্ছেনা মেসি-রোনালদোর

শোনা যাচ্ছিলো শেষবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-রোনালদো। তবে ইন্টার মায়ামির সৌদি আরব সফরে দেখা হচ্ছেনা এক সময় ইউরোপ কাঁপানো দুই মহারথীর।

মেসি-রোনালদো আবারো একসাথে মাঠ কাঁপাবেন এমনটা দেখার অপেক্ষাতেই ছিলো পুরো ফুটবল বিশ্ব। তবে আপাতত ফুরাচ্ছে না ফুটবল ভক্তদের এই অপেক্ষা। কারণ মাঠের লড়াইয়ে দেখা হচ্ছে না ফুটবল ইতিহাসের অন্যতম এই দুই ফুটবলারের।

এখনো পেশির চোট থেকে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। একারণেই লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে আল-নাসরের জার্সিতে খেলতে পারবেননা পর্তুগীজ এই তারকা।

রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে যায় তখন থেকে মাঠের লড়াইয়ে মেসির সাথে তাঁর দেখা হয় খুব কম। অবশ্য চ্যাম্পিয়নস লিগের সুবাদে তাঁদের ম্যাচ দেখার সুযোগ থাকতো তাঁদের ভক্তদের। তবে দুজনই ইউরোপ ছেড়ে দেয়ায় সেই সম্ভাবনাটা এখন আর নেই বললেই চলে।

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপে আজ সুযোগ এসেছিলো দুই জীবন্ত কিংবদন্তীর মুখোমুখি হওয়ার। বাংলাদেশ সময় আজ রাত ১২ টায় মুখোমুখি হবে রোনালদোর আল নাসর এবং লিওনেল মেসির ইন্টার মায়ামি। তবে চোটের কারণে আজ এই ম্যাচে খেলতে নামবেন না রোনালদো। বিষয়টি নিশ্চিত করেছেন আল-নাসরের কোচ লুইস কাস্ত্রো।

Exit mobile version