ফুটবল বিশ্বের পরবর্তী চার বছরের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ঘটে গেল গতকাল রাতে, ওয়াশিংটন ডিসিতে। জন এফ কেনেডি সেন্টারের বিশাল হলে জমকালো আয়োজনে ঘোষণা করা হলো ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ তালিকা। ৪৮ দলের এই প্রথম বিশালায়িত বিশ্বকাপে কারা কার মুখোমুখি হবে, সেই প্রশ্নের উত্তর মিলল ড্র–মঞ্চে। এখনো ছয়টি দল বাকি—ইউরোপিয়ান ও আন্তর্মহাদেশীয় প্লে–অফ থেকে তারা ঠিক হবে মূল পর্বের জন্য।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা- তিন দেশের মাঠজুড়ে সাজানো এই বিশ্বকাপের গ্রুপগুলো এক নজরে:
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড
গ্রুপ বি: কানাডা, নর্দার্ন আয়ারল্যান্ড/ইতালি/ওয়েলস/বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, ইকুয়েডর, আইভরি কোস্ট
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া, তিউনিসিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক/বলিভিয়া/সুরিনাম, নরওয়ে
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া, উজবেকিস্তান, কলাম্বিয়া
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
ড্র–এর পর এখন একটাই অপেক্ষা, এই বহুল আলোচিত তালিকা মাঠে কতটা গল্প তৈরি করে। ২০২৬ সালের জুন-জুলাইতেই জানা যাবে কোন গ্রুপ চমক দেবে, আর কারা আবার স্বপ্ন ভাঙবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















