ওসমানে দেম্বেলের গোলে প্যারিস সেন্ত জার্মেই ফ্রেঞ্চ সুপার কাপ জয়ে হ্যাটট্রিক করেছে। রোববার অনুষ্ঠিত সুপার কাপের ফাইনালে তারা মোনাকোকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে। ম্যাচের ইনজুরি সময়ে গোলটি করেন দেম্বেলে।
ফ্রেঞ্চ সুপার কাপ অনেকটা নিজস্ব সম্পত্তি করে নিয়েছে প্যারিস সেন্ত জার্মেই। এই শিরোপা জয়ে তারা হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক করেছে। গত ১২ বছরের মধ্যে এগারবারই তারা শিরোপা জয় করেছে। মোট ১৩বার ফ্রেঞ্চ সুপার কাপ জয়ী প্যারিস সেন্ত জার্মেই ২০১৩ সাল থেকে শুরু করে একবার বাদে প্রতিবারই শিরোপা জয় করেছে। এই এক যুগে শুধুমাত্র ২০২১ সালে তারা শিরোপার স্বাদ পায়নি।
মোনাকো ফ্রেঞ্চ সুপার কাপ জয় করেছে চারবার। সর্বশেষ তারা ২০০০ সালে এই শিরোপা জয় করেছিল। ২০১৭ ও ২০১৮ সালে তারা রানার্স আপ হয়। দুইবারই তারা প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে হারে।
উভয় দল যখন টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছে তখনই দেম্বেলে মোনাকোর সমর্থকদের হৃদয় ভেঙ্গে দেন। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে গোলটি করেন তিনি। ম্যাচের প্রথমার্ধেও গোলের সুযোগ পেয়েছিলেন দেম্বেলে। তবে সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ২০১০ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে প্রথমার্ধে কোনো গোল হয়নি। সে সময় মার্শেই ও প্যারিস সেন্ত জার্মেইয়ের ম্যাচে শুধু প্রথমার্ধ নয় পুরো ম্যাচেই কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে মার্শেই ৫-৪ গোলে জয় পেয়েছিল।