দেম্বেলের গোলে আর্সেনালকে হারিয়ে এগিয়ে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

গোলের পর দেম্বেলে

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল-প্যারিস সেন্ত জার্মেই ম্যাচে গোল দেখতে এসেছিল দর্শকেরা। ম্যাচ শুরু হতে না হতেই গোলের দেখা পেয়েছে দর্শকরা। কিন্তু সে গোল এমিরেটস স্টেডিয়ামে গর্জন তুলতে পারেনি। কারণে গোলটি হয়েছে আর্সেনালের জালে। চতুর্থ মিনিটে ওসমানে দেম্বেলে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়ে যান। শুরুর এই গোল আর ফিরিয়ে দিতে পারেনি আর্সেনাল। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে ওই ১-০ গোলের জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো পিএসজি।

২০০৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে এটা ছিল আর্সেনালের প্রথম সেমিফাইনাল। ম্যাচের আগে স্পষ্টত ফেভারিট ছিল তারা। ম্যাচে আধিপত্যও করেছে। তবে তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন পিএসজি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা। শুরুর ওই ধাক্কা সামলে ওঠে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেছে আর্সেনাল। কিন্তু ডোনারুমার দৃঢ়তায় গোল পাওয়া হয়নি তাদের। বেশ কয়েকবার ডোনারুমা দলকে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেছেন। একবার মিকেল মেরিনো জালে বলও ফেলেছিলেন। কিন্তু তার গোল বাতিল করা হয়।

অ্যাওয়েতে জয় পাওয়ায় ফাইনালের টিকেটের জন্য পিএসজি এখন ফেভারিট। নিয়ম অনুযায়ী ফিরতি লেগে পিএসজি নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলবে। আগামী বুধবার এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচ জয় পেলেই কাঙ্খিত সেই শিরোপা থেকে এক ধাপ দূরে থাকবে পিএসজি। সেই ধাপে তাদের সামনে প্রতিপক্ষ হবে ইন্টার মিলান বা বার্সেলোনা।

দুর্ভাগ্য আর্সেনালের। গত অক্টোবরে গ্রুপ পর্যায়ের খেলায় হেসেখেলে পিএসজিকে হারিয়েছিল তারা। জয় পেয়েছিল ২-০ গোলে। স্বাভাবিকভাবে তারা এ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ছিল। কিন্তু দেম্বেলের গোল তাদের আত্মবিশ্বাসে চিড় ধরায়। চ্যাম্পিয়ন্স লিগে এটা ছিল দেম্বেলের অষ্টম গোল। এ গোলের মাঝ দিয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি’র হয়ে সর্বোচ্চ গোলদাতার কীর্তি স্পশ করেছেন। আট গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে।

Exit mobile version