দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ পর্বের ম্যাচ খেলার জন্য লিওনেল মেসি দেশে পৌঁছেছেন। আগামী বৃহষ্পতিবার (৪ সেপ্টেম্বর) বাছাই পর্বের ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর ৯ সেপ্টেম্বর বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।
বাছাই পর্বের শেষ রাউন্ডের ম্যাচ খেলার জন্য এরই মধ্যে মেসিসহ অন্যরা দেশে পৌঁছেছেন। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের জন্য সোমবার থেকে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। আজ মঙ্গলবারও তারা অনুশীলন করবে। ম্যাচের আগে আর্জেন্টিনার শেষ অনুশীলন বুধবার। মঙ্গলবার অনুশীলন শেষ আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি এবারের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাটিতে আর্জেন্টিনার শেষ ম্যাচ। সে সঙ্গে সম্ভবত ঘরের মাঠে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। এ ম্যাচের পর মেসিকে হয়তো জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে আর দেখা যাবে না।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি অ্যাওয়েতে খেলবে আর্জেন্টিনা। আর বিশ্বকাপের ম্যাচ তো যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় অনুষ্ঠিত হবে। ফলে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি নিয়ে আর্জেন্টাইনদের মধ্যে অন্যরকম এক উত্তেজনা তৈরি হয়েছে।
