দেশে ফিরলেন সাফ নারী অনূর্ধ্ব-১৬ জয়ী দলের ফুটবলাররা

বীরের বেশে দেশে ফিরলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী জাতীয় ফুটবল দলের সদস্যরা। দুপুর আড়াইটার দিকে নেপাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

অনূর্ধ্ব-১৬ নারী জাতীয় ফুটবল দলকে অভ্যর্থনা জানান এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফে নির্বাহী সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে’র কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ নুরুল ইসলাম (নুরু), বাফুফে’র সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষার এবং কমিটি ফর ওমেন্স ফুটবল এর অন্যা সদস্যরা।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর ব্যবস্থাপনায় ‘সাফ অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৪’ এর খেলা গত ০২ হতে ১০ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী জাতীয় ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে টাইব্রেকে ৩-২ গোলে পরাজিত করে বাংলাদেশ দল। নেপালের আনফা কমপ্লেক্সে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ে পিছিয়ে পড়া ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ার পর পেনাল্টি শ্যুটআউটে ভারতকে ৩-২ গোলে পরাস্ত করে সাইফুল বারী টিটুর মেয়েরা।

Exit mobile version