দেশে ফিরলো সাফ অ-১৭ রানার্স আপ বাংলাদেশ দল

ভুটানের মাটিতে অনুষ্ঠিত ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের রানার্স আপ বাংলাদেশ দল দেশে ফিরেছে। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে বাংলাদেশ দল। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের বরণ করে নেয়া হয়। ৩০ সেপ্টেম্বর চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশের ছেলেরা। গ্রুপ পর্বে দলটার কাছে হেরেছিলো ১-০ গোলে।

এবারের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ‘এ’-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো ভারত ও মালদ্বীপ। বি গ্রুপে ছিলো পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।

২০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শেষ মুহুর্তের গোলে হেরে যায় বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সাইফুল বারী টিটুর ছেলেদের।

‘এ’-গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ ৩-০ গোলে ভারতের কাছে হেরে যায়। ফলে বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট দাঁড়ায় সমান এক করে। গোলগড়ে এগিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।  

সেমিফাইনালে ‘বি-গ্রুপের’ চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর মোহাম্মদ মানিকের জোড়া গোলে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। পরে পেনাল্টি শ্যুট আউটে ৮-৭ গোলে পাকিস্তানকে হারিয়ে যায়গা করে নেয় ফাইনালে।

৩০ সেপ্টেম্বর ফাইনালে ভারতের বিপক্ষে ফাইনালে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশের ছেলেরা। প্রথমার্থে কোন দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৮ ও ইনজুরি সময়ের ৫ম মিনিটে ভারতের পক্ষে গোল করেন মোহাম্মদ কাইফ ও মোহাম্মদ আরবাস।

Exit mobile version