মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঘরের মাঠ এমিরেটসে অনুষ্ঠিত ম্যাচে মিকেল আর্তেতার দল ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে। গানারদের হয়ে জোড়া গোল করেন ভিক্তর ইয়োকেরেস, আর একটি করে গোল করেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও গাব্রিয়েল মাগালিয়াইস।দ্বিতীয়ার্ধে একেবারে রূপ বদলে মাঠে নেমে দারুণ জয় তুলে নিল আর্সেনাল।
পুরো ম্যাচেই আক্রমণ ও বল দখলে আধিপত্য দেখিয়েছে আর্সেনাল। যদিও প্রথমার্ধ গোলশূন্য থেকে যায়। ২৫তম মিনিটে আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়ার ভুলে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি অ্যাথলেটিকো। অন্যদিকে, ৩৬তম মিনিটে মার্তিনেল্লির শট জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০তম মিনিটে অ্যাথলেটিকোর জুলিয়ান আলভারেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরই শুরু হয় আর্সেনালের গোল উৎসব। ৫৭তম মিনিটে ডিক্লান রাইসের নিখুঁত ফ্রি কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। মাত্র সাত মিনিট পর, ৬৪তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান মার্তিনেল্লি।
এরপরই আলো ছড়ান চলতি মৌসুমে দলে যোগ দেওয়া সুইডিশ ফরোয়ার্ড ভিক্তর ইয়োকেরেস। ৬৭তম ও ৭০তম মিনিটে টানা দুই গোল করে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন আর্সেনালকে।
এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নেয় আর্সেনাল। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। গোল পার্থক্যে এগিয়ে আছে গত আসরের দুই ফাইনালিস্ট—পিএসজি ও ইন্টার মিলান। অন্যদিকে, তিন ম্যাচে দ্বিতীয় হারে ১৮তম স্থানে নেমে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















