দ্বিতীয় পর্বে এশিয়ার একমাত্র প্রতিনিধি আল হিলাল

ক্লাব বিশ্ব কাপ

শেষ হয়েছে ক্লাব বিশ্ব কাপ ফুটবলের গ্রুপ পর্ব। একদিন বিরতির পর শুরু হবে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে দারুণ চমক দেখিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। শতভাগ সাফল্য দেখিয়েছে তারা। চারটি ক্লাব গ্রুপ পর্বে অংশ নিয়ে চারটিই নক আউট পর্বে পা রেখেছে। ঠিক বিপরীত চিত্র লিওনেল মেসির দেশের। নক আউট পর্বে তার দেশের কোনো দলই প্রতিনিধিত্ব করতে পারছে না। এদিকে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে রয়েছে সৌদি আরবের আল হিলাল ক্লাব।

২০২২ সালের রানার্স আপ আল হিলাল ‘এইচ’ গ্রুপে রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে হরিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে। ২-০ গোলে জয় পেয়েছে দলটি। গ্রুপে তারা রানার্স আপ হয়ে দ্বিতীয় পর্বে উঠেছে। তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। এক জয় ও দুই ড্র থেকে এই সংগ্রহ তাদের।

এশিয়া অঞ্চল থেকে চারটি ক্লাব গ্রুপ পর্বে সুযোগ পেয়েছিল। আল হিলালের পাশাপাশি ছিল জাপানের উরাওয়া রেড ডায়মন্ডন, সংযুক্ত আরব আমিরাতের আল আইন ও দক্ষিণ কোরিয়ার উলসান। আল আইন একটা নিয়ে দেশে ফিরলেও অন্য দুই দলের ভান্ডার শূন্য।

আল আহলি ক্লাব নিজ দেশের লিগে রানার্স হয়ে ক্লাব বিশ্বকাপ খেললেও যথেষ্ঠ আলো ছড়িয়েছে তারা। তবে দ্বিতীয় পর্বে তাদেরকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি দারুণ ফর্মে রয়েছে। নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। শেষ ম্যাচে উড়িয়ে দিয়েছে সেরি আ’র ক্লাব জুভেন্টাসকে। ফলে দ্বিতীয় রাউন্ডে কঠিন পরীক্ষা রয়েছে আল হিলালের।

Exit mobile version