ফুটবলপ্রেমীদের জন্য বেশ চমক নিয়ে এসেছে নিউইয়র্ক টাইমসের জনপ্রিয় ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিক। মৌসুম শেষে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পারফরম্যান্স বিবেচনায় তারা প্রকাশ করেছে তাদের বর্ষসেরা একাদশ। তবে এই একাদশে নেই অনেক আলোচিত নাম, যার মধ্যে সবচেয়ে বড় দুই চমক—লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপে।
এই মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলা ইয়ামাল অনেকের কাছেই ব্যালন ডি’অরের সম্ভাব্য প্রার্থী, কিন্তু তাকে জায়গা দেয়নি দ্য অ্যাথলেটিক। একইভাবে ২৯ গোল করে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপেও জায়গা পাননি এই একাদশে। তার পরিবর্তে আক্রমণভাগে রাখা হয়েছে ব্রাজিলের রাফিনিয়া, ফ্রান্সের ওসমান ডেম্বেলে এবং মিশরের মোহাম্মদ সালাহকে।
রাফিনিয়াকে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে দ্য অ্যাথলেটিক, তার বামদিকের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ডানদিক সামলেছেন মোহাম্মদ সালাহ, যিনি প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। মূলত রাইট উইঙ্গার হলেও ডেম্বেলেকে জায়গা দেওয়া হয়েছে সেন্টার ফরোয়ার্ড পজিশনে, তার পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুমের জন্য।
মিডফিল্ডে রয়েছেন আর্সেনালের ডেক্লান রাইস, পিএসজির ভিতিনহা ও বার্সেলোনার পেদ্রি। প্রত্যেকেই নিজেদের ক্লাবে ছিলেন নির্ভরতার প্রতীক।
রক্ষণভাগেও জায়গা করে নিয়েছে পিএসজির দুই ফুলব্যাক—নুনো মেন্ডেস ও আশরাফ হাকিমি। সেন্টারব্যাকে রয়েছেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক এবং ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তোনি। গোলবার সামলাচ্ছেন রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া।
দ্য অ্যাথলেটিকের এই বর্ষসেরা একাদশে চারজন পিএসজি তারকার উপস্থিতি বেশ দৃষ্টিকাড়া হলেও, ইয়ামাল-এমবাপে বাদ পড়ায় সমালোচনাও কম হচ্ছে না।
দ্য অ্যাথলেটিকের বর্ষসেরা একাদশঃ
গোলরক্ষক: থিবো কর্তোয়া
রক্ষণ: নুনো মেন্ডেস, বাস্তোনি, ভার্জিল ভ্যান ডাইক, আশরাফ হাকিমি
মধ্যমাঠ: ডেক্লান রাইস, ভিতিনহা, পেদ্রি
আক্রমণভাগ: রাফিনিয়া, দেম্বেলে, মোহাম্মদ সালাহ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















