ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের কারাদন্ড দানি আলভেজের

কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে বার্সেলোনার একটি নাইট ক্লাবে ধর্ষণের অভিযোগ উঠেছিলো ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সাবেক এই বার্সা তারকা। আজ সেই মামলার রায় দিয়েছে স্পেনের আদালত।

প্রায় দেড় বছর ধরে চলা সেই মামলায় আলভেজকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এতে সাড়ে চার বছরের জেল হয়েছে তাঁর। একইসাথে আলভেজকে ভুক্তভোগী সেই নারীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর বার্সেলোনার এক নাইট ক্লাবে সেই নারীকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ উঠেছিলো আলভেজের বিরুদ্ধে। গত বছর ২০ জানুয়ারিতে গ্রেফতার করা হয় ৪০ বছর বয়সী এই তারকাকে।

কাতালান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২ জানুয়ারি তাঁদের কাছে যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন এক নারী। তিনি জানিয়েছিলেন যে, আলভেজ তাঁকে আপত্তিকরভাবে ছুঁয়েছেন।

এক বিবৃতিতে আদালত জানিয়েছে, ‘শারীরিক সম্পর্কের ঘটনায় ভুক্তভোগীর কোনো সম্মতি ছিল না বলে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে তিনি ধর্ষিত হয়েছেন।’

ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলে ৮ গোল করেন এই রাইট ব্যাক। দেশের জার্সিতে দুইবার কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ জিতেছেন তিনি। এছাড়াও বার্সেলোনায় ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত প্রথম মেয়াদে ক্লাবটির হয়ে ২৩ টি শিরোপা জিতেছেন আলভেজ। এমনকি ২০২১ সালে টোকিও অলিম্পিকে সোনাজয়ী ব্রাজিল দলের সদস্যও ছিলেন তিনি।

Exit mobile version