নক আউটে জুভেন্টাসকে পেল রিয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্ব কাপ

গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়র

ক্লাব বিশ্ব কাপ ফুটবলের নক আউট পর্বের লাইন আপ চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে পালমেইরাস, ইন্টার মায়ামি, ‘বি’ গ্রুপ থেকে প্যারিস সেন্ত জার্মেই, বোতাফোগো, ‘সি’ গ্রুপ থেকে বেনফিকা, বায়ার্ন মিউনিখ, ‘ডি’ গ্রুপ থেকে ফ্ল্যামেঙ্গো, চেলসি, ‘ই’ গ্রুপ থেকে ইন্টার মিলান, মন্তেরি ‘এফ’ গ্রুপ থেকে বরুশিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেজ ‘জি’ গ্রুপ থেকে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস ও ‘এইচ’ গ্রুপ থেকে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল শিরোপা জন্য লড়বে।

বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে রেড বুল সালজবুর্গকে হারিয়েছে। এ জয় তাদের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করে। রিয়ালের হয়ে গোল করেছেন ভিনিসিয়ুস, ভালভার্দে ও গার্সিয়া। তিন ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৭ পয়েন্ট।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরু থেকেই রিয়াল মাদ্রিদের ছিল একচ্ছত্র আধিপত্য। তবে গোল পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের লড়াই যখন অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ঠিক তখনই জোড়া গোলের দেখা পায় স্প্যানিশ ক্লাবটি। ভিনিসিয়ুস ৪০ মিনিটে এবং এ অর্ধের ইনজুরি সময়ে ভালভার্দে স্কোরশিটে নাম লেখান। ভিনিসিয়ুস শুধু গোল করেননি, একটা গোলের রূপকারও ছিলেন তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে স্কোরশিটে নাম লেখান গঞ্জালো গার্সিয়া।

শিরোপা উৎসব কে করবে তা জানতে আমাদের ১৩ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে একদিন বিরতির পর শুরু হবে নক আউট পর্ব। গ্রুপ পর্বের মতো নক আউট পর্বে প্রতিদিন দুটো করে ম্যাচ মাঠে গড়াবে।

স্বাভাবিকভাবে দ্বিতীয় পর্বে বেশ কয়েকটা বাঘে মহিষে লড়াই রয়েছে। তার মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস ম্যাচ। আছে প্যারিস সেন্ত জার্মেই-ইন্টার মায়ামি। কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না দুই ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস-বোটাফোগো ম্যাচটিও।

Exit mobile version