ঘরোয়া লিগে উড়ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এবার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়েছে ৩-১ গোলে।
শনিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়ানোর সময়ই দেয়নি বার্সেলোনা। ম্যাচের বয়স আধাঘন্টা হতেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। দানি ওলমো করেন জোড়া গোল। অন্য গোলটি করেন রাফিনহা। দ্বিতীয়ার্ধে একটা গোল পরিশোধ করে এসপানিওল। হাভিয়ের পুয়াদো গোলটি করেন। আরো দুইবার বার্সেলোনার জালে বল ফেলেছিলেন তিনি। দুইবারই অফসাইডের কারণে তার গোল বাতিল হয়।
বার্সেলোনা প্রথম গোল পায় ১২ মিনিটে। ওলমো করেন গোলটি। ২৩ মিনিটে রাফিনহা গোল করে ব্যবধান ২-০ করেন। মাত্র ৮ মিনিট পর ওলমো দলের জয় নিশ্চিত করা তৃতীয় গোলটি করেন।
জোড়া গোল করার পর ওলমোর সামনে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সে সুযোগটি তিনি পাননি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। তাকে তুলে নেওয়ার পর বার্সেলোনার আক্রমণের ধার কমে যায়। এ সময়ে এসপানিওল তাদের ওপর চড়াও হওয়ার সুযোগ পায়। বেশ কিছু আক্রমণও করেছে তারা। তবে গোল আদায় করতে পারেনি।
এ জয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরো সংহত করেছে। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৩। দ্বিতীয় স্থানে থাকা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধান তাদের। ১১ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪। আর অ্যাতলেতিকো মাদ্রিদ ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
