নতুন ক্লাব আনছেন মেসি-সুয়ারেজ

বার্সেলোনায় লম্বা একটা সময় পার করেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ইন্টার মায়ামিতে মাঠেও জুটি তাদের। এবার মাঠের বাইরে জুটি বাঁধতে যাচ্ছেন এই দুই তারকা ফুটবলার। দু’জনে মিলে শুরু করতে যাচ্ছেন ক্লাব পরিচালনা। উরুগুয়ের চতুর্থ স্তরের প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হবে তাদের যাত্রা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন তারকা জুটি।

মেসি-সুয়ারেজের নতুন ক্লাবের নাম ডিপার্টিবো এলএসএম। ক্লাবটির নাম দুইজনের আদ্যক্ষর দিয়ে সাজানো। ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, আজ আমি উরুগুইয়ান ফুটবলকে একটি প্রস্তাবনা দিতে যাচ্ছি। আমরা এইউএফ (উরুগুয়াইন ফুটবল ফেডারেশন) ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই।’

এরপর সুয়ারেজ এই কাজে জড়িত অন্যজনকে পরিচয় করিয়ে দেন। তিনি আর কেউ নন, পাশে বসে থাকা লিওনেল মেসি। সুয়ারেজ বলেন, কিশোর বয়স থেকে আমরা একসঙ্গে ব্যাপক অভিজ্ঞতা নিয়েছি। শীর্ষ ফুটবলেও আমাদের অভিজ্ঞতা রয়েছে। এই প্রজেক্ট ফুটবলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের উপযুক্ত মাধ্যম। সে দৃষ্টিভঙ্গি আমরা শুরু থেকেই লালন করে আসছি।’

এই ঘোষণার পর ইনস্টাগ্রামে ক্লাবের নতুন একাউন্ট খোলার পর বেশ সাড়া পড়েছে।

Exit mobile version