কোপা আমেরিকার ৪৮তম আসর শুরু হচ্ছে আগামী ২০ জুন। যেখানে আসছে নতুন দুই সংযোজন। একটা গোলাপি রঙয়ের কার্ড। যার অনুমোদন দিয়েছে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা (আইএফএবি)। আরেকটা মহিলা রেফারি। এমনটাই জানিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা (কনমেবল)।
ফুটবলারদের শাস্তি দিতে মূলত লাল ও হলুদ কার্ড ব্যবহৃত হয়। তবে গোলাপি কার্ড সম্পূর্ণ ভিন্ন কারণে ব্যবহার করা হবে। যদি খেলা চলাকালীন সময়ে কোনো খেলোয়াড় মাথায় চোট পান অথবা কনকাশনের কারণে তাঁকে বদলি করা হলে এই কার্ড দেখিয়ে রেফারি দর্শক ও বিপক্ষ দলকে জানিয়ে দিবেন।
এর ফলে মাঠে থাকা দুই দলই বেশ কিছু সুবিধা পাচ্ছে। এক্ষেত্রে ৫ জনের পরিবর্তে ৬ জনকে বদলি খেলোয়াড় হিসেবে ব্যবহার করা যাবে।
পাশাপাশি আরও একটা যুগান্তকারী দিক দেখা যাবে এবারের কোপা আমেরিকায়। যেখানে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন মহিলা রেফারিরা।
১৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার ম্যাচ পরিচালনা করার জন্য ১০১ জন রেফারিকে রাখা হয়েছে। যেখানে মহিলা রেফারি রয়েছেন আটজন।