নতুন বছরের প্রথম ম্যাচেই গোল পেলেন রোনালদো

গোলের পর রোনালদো

নতুন বছরে মাঠে নেমেই গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে বৃহষ্পতিবার রাতে আল ওখদুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। জয়ী দলের হয়ে জোড়া গোল করেছেন সাদিও মানে। অন্য গোলটি ছিল রোনালদোর। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।

ম্যাচের শুরুটা স্বস্তিদায়ক ছিল না আল নাসরের। নিজেদের মাঠের খেলায় ম্যাচের ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়েছিল তারা। ওখদুদের হয়ে স্যাভিওর গডউইন গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে এ গোলের বোঝা বেশিক্ষণ বইতে হয়নি আল নাসরকে। ২৯ মিনিটে সাদিও মানে গোল ফিরিয়ে দেন। আর ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো।

সাদিও মানে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল আল নাসর। তা থেকে গোল করতে ভুল করেননি রোনালদো। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে গোল করলেন এই পর্তুগীজ তারকা। এ গোলের মাঝ দিয়ে রোনালদো তার স্বপ্নের হাজারতম গোলের দিকে ভালোভাবে এগিয়ে চলেছেন। তার বর্তমান গোলের সংখ্যা ৯১৭।

তৃতীয় গোলের জন্য আল নাসরকে লম্বা সময় অপেক্ষা করতে হয়। ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে মানে আবার গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এ জয়ের ফলে ১৪ ম্যাচ শেষে আল নাসরের সংগ্রহ ২৮ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ৩৬ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ শীর্ষে। আল হিলাল দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ৩৪।

Exit mobile version