লা লিগায় নতুন বছরের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় তাদের। নাটকীয় এ জয়ের ম্যাচে গোল করেছেন লুকা মদরিচ ও জুডে বেলিংহাম।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৩। ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। দুই মাদ্রিদের তুলনায় একটা ম্যাচ বেশি খেলে বার্সেলোনা রয়েছে তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ৩৮।
এই ম্যাচটি মূলত গত অক্টোবরে হওয়ার কথা ছিল। কিন্তু ভ্যালেন্সিয়াতে বন্যার কারণে ম্যাচটি সে সময় বাতিল করা হয়েছিল। এদিন ম্যাচ শুরুর সময় মাঠে যথেষ্ট উত্তেজনা বিরাজ করছিল। ম্যাচ শুরুর আগে স্বাগতিক দর্শকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
এমন ম্যাচে শুরুতেই ভ্যালেন্সিয়া এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। প্রথম মিনিটেই গোল করার সুযোগ পেয়েছিলেন হুগো দুরো। সুযোগ পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের ফেডেরিকো ভালভার্দেও। উভয়কে স্কোরশিটে নাম লেখানো থেকে দূরে রাখেন দুই দলের গোলরক্ষক। শেষ পর্যন্ত ২৭ মিনিটে হুগো দুরো গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন। বিরতির পরপরই সমতা আনার সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করার সুবাদে পেনাল্টি পেয়েছিল সফরকারী দল। তবে বেলিংহামের শট পোস্টে লেগে ফিরে আসে। পাঁচ মিনিট পরেই কিলিয়ান এমবাপ্পে ভ্যালেন্সিয়ার জালে বল ফেললেও গোল হয়নি। ভিএআর দেখে রেফারি অফসাইডের কারণে গোল বাতিল করেন। ৭৯ মিনিটে রিয়াল মাদ্রিদের অবস্থা আরও নাজুক হয়। প্রতিপক্ষ গোলরক্ষককে চড় মারার কারণে ভিনিসিয়ুস জুনিয়র সরাসরি লাল কার্ড দেখেন। ব্রাজিলিয়ান তারকা অবশ্য পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন।
শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মদরিচ গোল করে খেলা সমতায় ফেরান। তখন ম্যাচের বয়স ৮৫ মিনিট। ইনজুরি সময়ে গোল করে এমন ম্যাচে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেন বেলিংহাম।