ক্রিশ্চিয়ানো রোনালদো পারেননি। লুইস ফিগো, পেপে রুই কস্তারাও ব্যর্থতার তালিকায়। তবে পেরেছেন ম্যাতেউস মাইদিরা। দেশকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন। কাতারের দোহায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বৃহষ্পতিবার তারা অস্ট্রিয়াকে হারিয়ে শিরোপা জয় করেছে। ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে গোলটি করেছেন আনিসিও ক্যাবরাল।
পুর্তগালের শিরোপা জয়ের মাধ্যমে বিশ্ব নতুন চ্যাম্পিয়নের দেখা পেল। অবশ্য অস্ট্রিয়া শিরোপা জয় করলেও একই ঘটনা ঘটতো। কেননা উভয় দেশের জন্য এটা ছিল প্রথম ফাইনাল।
দূর্ভাগ্য অস্ট্রিয়ার। বিশেষ করে দলটির স্ট্রাইকার হোনাসের মোসেরের। সর্বোচ্চ আট গোল নিয়ে তিনি ফাইনালে খেলতে নেমেছিলেন। তবে এদিন আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হেয়েছেন তার সঙ্গী ড্যানিয়েল ফ্রাউসেরও। বদলি হিসেবে নামা এ খেলোয়াড় ৮৫ মিনিটে সমতাসূচক গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
টুর্নামেন্টে তৃতীয় হয়েছে ইতালি। গোলশূন্য ম্যাচের পর টাইব্রেকারে তারা ব্রাজিলকে ৪-২ গোলে হারায়।
দলীয় সাফল্যে যেমন পর্তুগাল শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তেমনি ব্যক্তিগত সাফল্যেও তাদের ছিল আধিপত্য। গোল্ডেন বল পেয়েছেন ম্যাতেউস মাইদি। ব্রোজ বল জিতেছেন মাউরো ফুর্তাদো। সিলভার বুট জিতেছেন ফাইনালের গোলদাতা আনিসিও ক্যাবরাল। সাত গোল তার। গোল্ডেন গ্লোভও পর্তুগালের দখলে। রোমারিও কুনহা জিতেছেন সেরা গোলরক্ষকের শিরোপা।
