ব্রাজিলের পাঁচ শিরোপার পর চারটি করে বিশ্বকাপ জিতে ইতিহাসের সেরা দ্বিতীয় দলের একটি ইতালি। কিন্তু গত দুই আসরে বিশ্বকাপের চূড়ান্ত পর্বেই খেলা হয়নি আজ্জুরীদের। আর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব তারা শুরু করলো নরওয়ের কাছে ৩-০ গোলের পরাজয় দিয়ে। স্বাগতিক নরওয়ে ম্যাচের প্রথমার্ধেই তিন গোলের লিড তুলে নিয়েছিলো।
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতালি খেলছে ‘আই’ গ্রুপে। বাছাইয়ে ইতালির এটি প্রথম ম্যাচ হলেও নরওয়ের ছিলো তৃতীয় ম্যাচ। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা।
১৪তম মিনিটে আলেকসান্দার সরলথ গোল করে স্বাগতিকদের লিড এনে দেন। ৩২তম মিনিটে সরলথ আবারও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নেয়া শট ঠেকিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
এই দফায় গোল বঞ্চিত হলেও ৩৪ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিক দল। আন্তোনিও নুসা অনেকটা একক প্রচেষ্টায় নরওয়েকে দ্বিতীয় গোল এনে দেন। ২০ বছর বয়সী উইঙ্গার দলের প্রথম গোলেও সরাসরি অবদান রাখেন।
৪২তম মিনিটে ইতালির জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন আর্লিং হালান্ড। ইতালির দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে ডি বক্সে দারুণ থ্রু বাড়ান ওডেগোর। বল ধরে দোন্নারুম্মাকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠান হালান্ড।
৬৫তম মিনিটে নরওয়ে চতুর্থ গোল পেয়ে যাচ্ছিলো। কিন্তু বারে লেগে তাদের সেই প্রচেষ্টা প্রতিহত হয়। এর বাইরে দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের আর তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি।
ইতালির পরের ম্যাচ মলদোভার বিপক্ষে সোমবার। গ্রুপের অন্য দুই দল এস্তোনিয়া ও ইসরায়েল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















