নাচতে না জানলে উঠান বাঁকা। এমন অবস্থা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের। রোববার রাতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহামের বিপক্ষে ড্র করেছে ম্যানইউ। তবে জয়ও পেতে পারতো সাবেক চ্যাম্পিয়ন দলটি। প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল ম্যানইউ, কিন্তু তা থেকে গোল করতে পারেনি। পেনাল্টি মিস করেছেন ব্রুনো ফার্নান্দেস। আর এ জন্য তিনি রেফারিকে দায়ী করেছেন। রেফারির সমালোচনা করেছেন।
রেফারির পেনাল্টি সিদ্ধান্ত দেওয়ার পর ফার্নান্দেস কিক নেওয়ার জন্য যখন প্রস্তুতি নেওয়ার জন্য যখন পেছনে যাচ্ছিলেন তখন রেফারির সঙ্গে তার সংঘাত হয়। ফলে আবার ফার্নান্দেসকে বল বসাতে হয় এবং আবার দৌড়ের প্রস্তুতি নিতে হয়। তবে পেনাল্টি মিসের জন্য ফার্নান্দেস রেফারিকে দায়ী না করলেও রেফারি দুঃখ না প্রকাশ করায় তার সমালোচনা করেছেন। বলেছেন, এ ঘটনায় রেফারি দুঃখ প্রকাশ না করায় আমি হতাশ। ওই ঘটনায় আমার মনোসংযোগে ব্যাঘাত ঘটে। তবে এ জন্য পেনাল্টি মিস হয়েছে সে কথা আমি বলতে চাই না।
ম্যানচেস্টার ইউনাইটেড এ পর্যন্ত লিগে কোনো জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে আর্সেনালের সঙ্গে হারা দলটি দ্বিতীয় ম্যাচে ফুলহামের সঙ্গে ড্র করে। ম্যাচ শেষে ফার্নান্দেস বলেন, এক পয়েন্ট নিয়ে আমরা সন্তুষ্ট নই। আমরা জয়ের জন্য এসেছিলাম। আমাদের রক্ষণভাগ ভালো খেলেছে। তবে একবার আমরা ব্যর্থ হয়েছি। যাহোক আরো একটা হতাশার দিন গেল আমাদের।
