নাটকীয় ম্যাচে ইতালিকে কাঁদিয়ে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের খেলায় ইতালিকে ২-১ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। ১১৯ মিনিটে ইংল্যান্ড জয়সূচক গোলটি পায়।
একের পর এক চমক দেখিয়ে চলেছে ইংল্যান্ড। আগের ম্যাচেও তারা পিছিয়ে পড়ার পর জয় পেয়েছিল। এ ম্যাচে তাই। ইতালির বিপক্ষে ৩৩ মিনিটের গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। বারবারা বোনানসিয়া গোলটি করেন। তার এ গোলেই ফাইনাল দেখতে পাচ্ছিল ইতালি। তেমনটাই ছিল স্বাভাবিক। কেননা বোনানসিয়ার করা গোলপি প্রথমার্ধে তো বটেই দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটেও পরিশোধ করতে পারেনি। স্বাভাবিকভাবেই ইতালি তখন উৎসবে মেতে ওঠার অপেক্ষায়। অন্যদিকে রেফারি অপেক্ষায় শেষ বাঁশি বাজার।
কিন্তু খেলায় চরম উত্তেজনা যোগ করলেন মিশেল আগয়েমাং। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে অর্থাৎ ৯৬ মিনিটে গোল করে তিনি ইংল্যান্ডকে খেলায় ফিরিয়ে আনেন।
অতিরিক্ত সময়ের খেলা শেষের পথে। উভয় দল টাইব্রেকারে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতিতে ব্যস্ত। আর ঠিক তখনই ঘটে বজ্রপাতের মতো ঘটনা। ১১৯ মিনিটে কেলি করেন সেই মূল্যবান গোলটি। তার এ গোলেই ইংল্যান্ড ফাইনালে পৌঁছে যায়।
এ জয়ের ফলে ইংল্যান্ড তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা তৈরি করেছে। আগামী রবিবার তারা ফাইনালে মাঠে নামবে। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে স্পেন ও জার্মানি। আজ জুরিখে অনুষ্ঠিত হবে এই সেমিফাইনাল ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















