ইউরোপা লিগে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল টটেনহাম হস্পার। কিন্তু ফিরতি লেগে দারুণ খেলা উপহার দিয়ে এজেড আকমারকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। ৩-২ গোল গড়ে জয় তাদের।
টটেনহামের জন্য এ ম্যাচটির গুরুত্ব ছিল অপরিসীম। এ ম্যাচের ওপর ভর করছিল তাদের মৌসুম পরবর্তী ভবিষ্যত। সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। আর এ জয়ের নায়ক বলা যায় ফ্রেঞ্চ তরুণ উইলসন ওদোবার্ট। গত আগষ্টে তিনি ক্লাব যোগ দিয়েছেন। এ ম্যাচে করেছেন জোড়া গোল।
২৬ মিনিটের সময় ওদোবার্ট গোল করে দলকে এগিয়ে নেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহাম। বিরতির পরপরই ব্যবধান বাড়ান জেমস মাডিসন। আর ৭৪ মিনিটে ওদোবার্ট দলের হয়ে তৃতীয় গোল করেন। এর আগে আকমারের হয়ে ব্যবধান কমিয়েছিলেন কুপমেইনার্স। তার এ গোল আকমারকে কিছুটা উজ্জ্বীবিত করলেও ওদোবার্টোর দ্বিতীয় গোল তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
কোয়ার্টার ফাইনালে টটেনহাম মুখোমুখি হবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের। আয়াক্স আর্মস্টারডামকে তারা ৬-২ গোল গড়ে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।