দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয় জয় পেয়েছে সর্বাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার ভোরে নিজেদের মাঠের খেলায় কলাম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে। খেলার শুরুতে রাফিনহা পেনাল্টিতে গোল করেন। ৯৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র করেন জয় সূচক গোল। ৪১ মিনিটে কলাম্বিয়ার হয়ে লুইস দিয়াজ গোল করেছিলেন।
এ জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ব্রাজিল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ২১। ১২ ম্যাচ থেকে ২৫ পয়েণ্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে। কলাম্বিয়া ১৩ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। ব্রাজিলের অবশ্য পয়েন্ট টেবিলে নিচের দিকে নেমে আসার শঙ্কা রয়েছে। আজ উরুগুয়ে ও ইকুয়েডর নিজ নিজ খেলায় জয় পেলে ব্রাজিল নিচে নেমে আসবে।
ব্রাজিলের জন্য এটা ছিল মূল্যবান এক জয়। জয় ভিন্ন অন্য কোনো ফল তাদেরকে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নিয়ে আসতো। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এ জয় আগামী সপ্তাহে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার টনিক হিসেবে কাজ করবে।
আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল তাদের দুই তারকা খেলোয়াড় মিডফিল্ডার ব্রুনো গুইমারেস ও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েসকে পাবে না। হলুদ কার্ডের কারণে উভয়কে মাঠের বাইরে থাকতে হবে।
ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউনালের সুবাদে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। ষষ্ঠ মিনিটে পাওয়া ওই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন রাফিনহা। এ গোলের পর ব্রাজিল খেলায় আধিপত্য বিস্তার করে, তবে গোল বাড়াতে পারেনি। বরং লুইস দিয়াজের গোলে কলাম্বিয়া খেলায় সমতায় ফেরায়। ১-১ গোলে খেলা শেষ হওয়ার সব প্রস্তুতি তখন শেষ। এ সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের দূর পাল্লার শট জেফারসন লারমার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে আশ্রয় নেয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















