ডানকারকিউকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ত জার্মেই। মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে নাটকীয়ভাবে প্যারিস সেন্ত জার্মেই ৪-২ গোলে জয় পেয়েছে। ২-০ গোলে পিছিয়ে থাকার পর জার্মেইয়ের এই জয়।
দ্বিতীয় বিভাগের দল ডানকারকিউয়ের বিপক্ষে এ জয় প্য্যারিস সেন্ত জার্মেইয়ের সামনে রেকর্ড ১৬তম বার ফ্রেঞ্চ কাপ জয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে প্রথমবারের মতো ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে খেলতে আসা ডানকারকিউ প্যারিস সেন্ত জার্মেইয়ের পথটা কঠিন করে তুলেছিল।
ডানকারকিউ ম্যাচের সপ্তম মিনিটে গোল করে প্যারিস সেন্ত জার্মেইকে চমকে দিয়েছিল। চমকের তখনো বাকি ছিল। ২৭ মিনিটে আল সাদের জোরালো শটে ডানকারকিউ ব্যবধান ২-০ করে। তবে বিরতির আগে প্যারিস সেন্ত জার্মেইকে কিছুটা হলেও আশার আলো দেখান ওসমানে দেম্বেলে। পিএসজির সর্বোচ্চ স্কোরার দেম্বেলে বিরতির ঠিক এক মিনিট আগে ব্যবধান কমান। বিরতির পরপরই মারকুইনহস খেলায় সমতায় ফেরান।
৬২ মিনিটে ডিজায়ার ডৌ গোল করে প্যারিস সেন্ত জার্মেইকে এগিয়ে নেন। আর ইনজুরি সময়ে আবার স্কোরশিটে নাম লেখান দেম্বেলে। মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় এটা ছিল তার ৩২তম গোল।